Maya O Mohokal
অঢেল না হোক কয়েকটা ভালো কবিতা হতেই পারতো। গতবছর শুরু হলো মড়ক; কিচ্ছু হলো না। না কবিতা, না ছুঁয়ে দেখা স্পর্শকাঁতর চোখ। রোদ কিংবা মেঘ কিছুই দেখা হলো না। মা চলে গেলো। নীলাকাশ নিংড়ে দিলো জলের প্রহর। এ বছর বাতাসের বিশাল অভাব। ঋতুহারা মানুষ মেঘের আড়ালে চলে যাবে ভেবেই যেতে থাকে। দেখা হয় না শীতকাল। ছোঁয়া যায় না বিকেলের উত্তুরে হাওয়া। না বর্ষা না শরৎ, কিচ্ছু না। মেঘের ভেতরে আকাশ-আঁকা মুখ। চাঁদ হাতে দাঁড়িয়ে বৃক্ষের দল। ছায়ার আড়ালে গাঁ। দেখা যায় না মানেই কি চলে যাবার পথে পা! বিশ্বাস করি আছে- সে এক মোহনার চাঁদ, ডুবে থাকা মানেই হারিয়ে যাওয়া নয়। মায়ার কাছে ঠিক ঠিক থেকে যাওয়া, সে আমার জানা।আমি তো ভেবেই রেখেছি, মায়া ও মোহকাল ঘিরে আজন্ম অপেক্ষায় থাকা ষড়ঋতুর চোখ পুড়ে গেলে পৃথিবী পোড়াব। আমিও পুড়বো। আলোয় অথবা আগুনে। ..
- Brand: PORIBAR PUBLICATIONS
- Product Code: 9496007
- Availability: In Stock
Tags: Maya O Mohokal
অঢেল না হোক কয়েকটা ভালো কবিতা হতেই পারতো। গতবছর শুরু হলো মড়ক; কিচ্ছু হলো না। না কবিতা, না ছুঁয়ে দেখা স্পর্শকাঁতর চোখ। রোদ কিংবা মেঘ কিছুই দেখা হলো না। মা চলে গেলো। নীলাকাশ নিংড়ে দিলো জলের প্রহর।
এ বছর বাতাসের বিশাল অভাব। ঋতুহারা মানুষ মেঘের আড়ালে চলে যাবে ভেবেই যেতে থাকে। দেখা হয় না শীতকাল। ছোঁয়া যায় না বিকেলের উত্তুরে হাওয়া। না বর্ষা না শরৎ, কিচ্ছু না। মেঘের ভেতরে আকাশ-আঁকা মুখ। চাঁদ হাতে দাঁড়িয়ে বৃক্ষের দল। ছায়ার আড়ালে গাঁ। দেখা যায় না মানেই কি চলে যাবার পথে পা! বিশ্বাস করি আছে- সে এক মোহনার চাঁদ, ডুবে থাকা মানেই হারিয়ে যাওয়া নয়। মায়ার কাছে ঠিক ঠিক থেকে যাওয়া, সে আমার জানা।
আমি তো ভেবেই রেখেছি, মায়া ও মোহকাল ঘিরে আজন্ম অপেক্ষায় থাকা ষড়ঋতুর চোখ পুড়ে গেলে পৃথিবী পোড়াব। আমিও পুড়বো। আলোয় অথবা আগুনে।
